ভাঙা গড়ার খেলাঘর

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

Ahad Adnan
  • ৬৫
আমাকে ভাঙতে বলেছিলে বলে মাইকেল এঞ্জেলো গুড়িয়ে আবার আমি পাথর,
গড়তে বলেছিলে তাই টাইটানিকের শরীর থেকে খুলে আমাজনের অশ্বত্থ নিথর,
উড়তে বলেছিলে, এভারেস্টের চুড়ায় দাঁড়িয়ে আরেকবার প্রেমে পড়তে ঝাঁপ,
মন ভাঙতে বলেছিলে, শুধু পারিনি তাই, প্রতিটি রাতে একাকী ব্যর্থ অনুতাপ।

ভিসুভিয়াসে বসে সেই সন্ধ্যায় আঁকতে বলেছিলে আগুন বোধনের চুম্বন,
নায়াগ্রায় ডুবতে ডুবতে অতিসন্তর্পণে ছুঁয়েছিলাম আলতো বুকের কম্পন,
ঘুরে দাঁড়াতে বলেছিলে বলে পিছে রেখে দিয়েছিলাম দৈনন্দিন পাপ-অভিশাপ,
মন ভাঙতে পারিনি প্রিয়া, তাই বুঝি প্রতি প্রহরে তোমার এই অভিসম্পাত।

গোবিতে গভীর বিরহের রাতে অসীম অচেনা শূন্যতার সাথে অসহ্য নিশিবাস,
শুধু তোমার খোঁজে প্রতি জন্মে হতে চেয়েছিলাম নিঃসঙ্গ অবাক কলম্বাস,
রাখতে বলেছিলে তাই সব খুঁজে ওই হৃদয়ে রেখেছিলাম এই হৃদয়ের জলছাপ,
শিখিনি কোনদিন মন-মসজিদ-মন্দির ভাঙতে, তাই এত এত অশ্রুর উত্তাপ।

বাসতে বলোনি তবু মেয়ে ভালোই বেসেছিলাম তোমার নিষ্ঠুর প্রতারক ধরায়,
বৃষ্টি ঝরাতে চেয়েছিলাম, কণ্টক মরূদ্যানে নগ্ন আদিম তুমুল এই খরায়,
কে জানে গোবি সাহারায় অভিশাপে জন্ম নিবে উষ্ণ নোনা দুঃখের জলপ্রপাত,
আমি ভাঙিনি, তুমি ভেঙেছ মন, ভেঙে গড়েছো, আবার করেছ তীব্র আঘাত।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রঙ পেন্সিল প্রতিবারের মতই দুর্দান্ত!
Hasan ibn Nazrul খাঁটি মানুষগুলো সত্য সত্যই এ যাতনা সহ্য করে। অনেক ভাল লেগেছে।
Abdul Hannan অনেক শিক্ষনীয় লেখা,কবির প্রতি দোয়া রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সত্যিকারের ভালোবাসায় যতই সন্দেহ, বাধা, অনিশ্চয়তা, সম্পর্ক ভাঙার চেষ্টা হোকনা কেন, প্রকৃত প্রেমিক কখনোই মন ভাঙতে জানে না। অপরদিকে যে মন ভাঙতে পটু সে মন থেক ভালোবাসতে পারে না। এই কবিতায় একজন ক্রমাগত উসকানি দিতে চেয়েছে মন ভেঙে চলে যেতে। কিন্তু অাসল ভালোবাসার মানুষ হারতে জানে না, মন ভাঙতে জানে না।

২৩ সেপ্টেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫